ঢাকায় আসতে সম্মত মিয়ানমার
দ্য রিপোর্ট প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যতিত হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে আলোচনা করতে ঢাকায় আসতে সম্মত দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী এইচ ই দাউ অং সান সু চি।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বাংলদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় ফিরে এলেই তারিখ ঠিক করা হবে। আশা করা যাচ্ছে, আগামি মাসেই এই আলোচনার দিনক্ষণ চূড়ান্ত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র থেকে জানা যায়, বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিউর রহমান দেশটির রাজধানী নেপিডোয় স্টেট কাউন্সিলর অং সান সু চির কার্যালয়ে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী উ কিয়াও থিনের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। এরপর বাংলাদেশের পক্ষ থেকে সে দেশের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকায় আমন্ত্রণ জানালে তা গ্রহণ করেন। সামনে মাসের শেষে তিনি ঢাকা সফর করতে পারেন।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গারা সহিংসতার শিকার হয়ে এখন পর্যন্ত বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় সাড়ে চার লাখ। এই সহিংসতায় প্রাণ হারিয়েছে তিন হাজারেরও বেশি মানুষ।
(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ২৪, ২০১৭)