যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেজ্ঞায় উ. কোরিয়া
দ্য রিপোর্ট ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র এবার বিতর্কিত ভ্রমণ নিষেজ্ঞার আওতা বাড়িয়েছে। এতে উত্তর কোরিয়া, ভেনিজুয়েলা এবং চাদের নাগরিকদের অন্তর্ভুক্ত করেছে।
হোয়াইট হাউস বলছে, বিভিন্ন দেশের সরকারের সঙ্গে আলোচনার পর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর- বিবিসির।
বিবিসির খবরে জানা যায়, গতকাল রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার এই আদেশ জারি করেন। নিষেধাজ্ঞা প্রসঙ্গে ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখাই আমাদের অন্যতম দায়িত্ব। নিরাপত্তার স্বার্থে আমরা এসব দেশের নাগরিকাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দিতে পারি না।
এর আগে মুসলিমপ্রধান ছয় দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। তবে আংশিকভাবে এ নিষেধাজ্ঞা কার্যকর করার পক্ষে মত দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট।
সুপ্রিমকোর্টের এ অনুমোদনের আওতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্বসম্পর্ক ছাড়া ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকেরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। ওই ছয়টি দেশের নাগরিকেরা যদি মার্কিন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে ‘বোনাফাইডে রিলেশনশিপ’ তথা প্রকৃত কোনো সম্পর্ক প্রমাণ করতে পারেন, তবে মার্কিন প্রশাসন তাদেরকে অবশ্যই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেবে।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৫, ২০১৭)