যুক্তরাষ্ট্রে গির্জায় গুলিতে নারী নিহত, আহত ৭
দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের তেনেস রাজ্যের ন্যাশভিলে গির্জার সামনে বন্দুকধারীর গুলিতে নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।
রবিবার গির্জার সামনে পার্কিং লটে এক নারীকে গুলি করেন ওই হামলাকারী।
সোমবার (২৫ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বন্দুকধারী ওই যুবকের বয়স আনুমানিক ২৫ এর কাছাকাছি। পুলিশের সামনে পড়লে তিনি নিজেকে গুলি করেন। আহতদের সঙ্গেতাকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানান, রবিবার গির্জার সামনে পার্কিং লটে এক নারীকে গুলি করেন ওই হামলাকারী। তারপর গির্জায় ঢুকে আরও তিনজন পুরুষ ও তিনজন নারীকে গুলি করেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য টেনেসান জানায়, আহতদের সবাই প্রাপ্তবয়স্ক। ভ্যানডারবিট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার থেকে জানানো হয়, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি চারজন অপেক্ষাকৃত ভালো আছেন। হাসপাতালের মুখপাত্র জন হাউসার বলেন, গুলিবিদ্ধ দুজনের অবস্থা গুরুতর। বাকি চারজন ভালো আছেন।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৫, ২০১৭)