মতিঝিলে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা খুন
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীর মতিঝিলের সমবায় ব্যাংকের দোতলার সিঁড়ি দিয়ে নামার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন আওয়ামী লীগ নেতা খায়রুল আলম মোল্লা (৪৫)। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।
মারাত্মক আহত অবস্থায় খায়রুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে উপস্থিত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খায়রুল ডেমরা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। তার বাসা রাজধানীর ধোলাইপাড়ে।
নিহতের বন্ধু ও ঢাকা মহানগরী যুবলীগের সহ-সভাপতি আলী আজগর দিরিপোর্ট২৪কে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমরা দুজন সমবায় ব্যাংকের চেয়ারমান মহিউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলে নিচে নামছিলাম। এ সময় দোতলার সিঁড়িতে চার যুবক খায়রুলের বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজগর খায়রুলকে গুলি করা হয়েছে দাবি করলেও তার শরীরে গুলির চিহ্ন পাওয়া যায়নি। নিহতের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
(দিরিপোর্ট২৪/ডি/এস/এসকে/এমএআর/নভেম্বর ০৭, ২০১৩)