দ্য রিপোর্ট ডেস্ক : জাপানে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরে ৬ রিখটার স্কেল মাত্রায় দেশটির উত্তরাঞ্চলে এ ভূমিকম্প সংগঠিত হয়। খবর- সিটিভি নিউজ।

জাপান আবহাওয়া দফতরের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা জানাচ্ছে, স্থানীয় সময় ভোর ৫.২২ মিনিটে ইওয়াতে প্রিফেকচারে ভূকম্পনটি হয়েছে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে।

এর আগে ২০১১ সালে এই অঞ্চলেই ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয়। এর ফলে ওই অঞ্চলে ১০ মিটার (৩৩ ফিট) উচ্চতার সুনামিও আঘাত হানে। সেই সুনামিতে সরকারিভাবে ১৩, হাজার ৩৩৩ জনের প্রাণহানির খবর প্রকাশ করা হয়, আহতের সংখ্যা বলা হয় ৪,৮৭৮,২৮২। নিখোঁজ ১৫,১৫০ জন। অন্তত ৩টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ ঘটে।

তবে, এবারের সুনামির আশঙ্কা নেই বলেই আশ্বস্ত করা হয়েছে। এখন পর্যন্ত ভূমিকম্পে কোন হতাহত বা প্রাণহানির খবর জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৭, ২০১৭)