মিয়ানমারে সোয়াইন ফ্লুর প্রকোপ, ৩৮ জনের মৃত্যু
দ্য রিপোর্ট ডেস্ক : সোয়াইন ফ্লু রোগের প্রকোপে মিয়ানমার বিপর্যস্ত। এ রোগটিতে আক্রান্ত হয়েছেন দেশটির দেড় হাজারও বেশি মানুষ। আর এ রোগে আক্রান্ত হয়ে অন্তত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ খবর- গ্লোবাল নিউ লাইট অব মায়ানমারের।
বুধবার মিয়ানমারের স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ২১ জুলাই থেকে এই রোগের প্রাদুর্ভাব ঘটেছে৷ মূলত ইয়াঙ্গান, আয়ারওর্য়াদি ও বাগো এলাকায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আক্রান্তদের অবস্থার অবনতি হওয়ার কারণে স্বাস্থ্য দফতর জরুরি পরিসেবা কেন্দ্র চালু করেছে৷ মূলত স্কুল, অফিস ও মানুষের ভিড়ের মধ্যে এ রোগ ছড়িয়ে পড়ছে বেশি।
জানা যায়, ২০০৯ এবং ২০১৬ সালেও মিয়ানমারে এ রোগ দেখা দেয়। তবে আক্রান্তের সংখ্যা ছিল কম। এবারেই প্রথম এ রোগে মৃতের সংখ্যা এরূপ বৃদ্ধি পেল।
ইতিমধ্যে সোয়াইন ফ্লু মোকাবেলা করতে প্রতিবেশী দেশ চীন থেকে উন্নত চিকিৎসা সেবা ও প্রতিষোধক গ্রহণ করেছে দেশটি। এ ছাড়া মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৮, ২০১৭)