‘প্লেবয়’ প্রতিষ্ঠাতা হেফনার মারা গেছেন
দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্ব বিখ্যাত ম্যাগাজিন প্লেবয়’র প্রতিষ্ঠাতা হিউ হেফনার আর নেই। বুধবার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ি প্লেবয় ম্যানসনে তিনি মারা যান বলে বিবৃতিতে বলা হয়। খবর- রয়টার্সের।
প্লেবয় এন্টারপ্রাইজেস ইনকরপোরেশন তাদের এক বিবৃতিতে জানায়, প্রতিষ্ঠাতা হিউ হেফনার মারা গেছেন।
মৃত্যুকালে হেফনারের বয়স হয়েছিল ৯১ বছর। ১৯২৬ এর ৯ এপ্রিল আমেরিকার শিকাগোতে জন্মগ্রহণ করেন হেফ। মা বাবার দুই সন্তানের মধ্যে বড় ছেলে ছিলেন তিনি। বলা হয়, নিজের পকেটের ৬০০ ডলার এবং মায়ের কাছ থেকে ১ হাজার ডলার নিয়ে প্লেবয় প্রতিষ্ঠা করেছিলেন হিউ।
অবশ্য এর আগে ‘এসকোয়ার’ ম্যাগাজিনে কপিরাইটার হিসেবে চাকরি শুরু করেছিলেন হেফ। কিন্তু ৫ ডলার বেতন না বাড়ায় চাকরি ছেড়ে দেন। তারপর নিজের প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করেন। ১৯৫৩ সালের ডিসেম্বর মাসে প্লেবয় প্রকাশিত হয়। প্রথমদিকে এটাকে ‘স্ট্যাগ নাইট’ নামকরণের কথা ছিল।
কিন্তু ট্রেডমার্ক সংক্রান্ত ঝামেলায় সে নাম নেওয়া হয়নি। প্লেবয়-এর প্রথম সংখ্যাটি তাদের কিচেনে প্রস্তুত করা হয়েছিল এবং সেখানে কোন তারিখ দেওয়া হয়নি। তার আশঙ্কা ছিল, আর কোন সংখ্যা হয়তো বের করা সম্ভব হবে না। কভার ফটোর জন হেফনারের কাছে মেরিলিন মনরোর একটি খালি গায়ের ছবি সংগ্রহ করেছিলেন। ছবিটি তোলা হয়েছিল তার ফিল্ম ক্যারিয়ার শুরুর আগে।
বেশি সাড়া পাবার আশা না করলেও দেখা যায়, প্লেবয়ের প্রথম সংখ্যাটি ৫০ হাজার কপি বিক্রি হয়ে যায়। এর ফলে আর পেছনে তাকাতে হয়নি। প্লেবয় হয়ে উঠে একটি কালচারাল আইকন। প্লেবয় সাময়িকীতে জায়গা পেলে যেকোন অভিনেতা বা মডেলের মান মর্যাদা কয়েক ধাপ বেড়ে যায়।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৮, ২০১৭)