দ্য রিপোর্ট ডেস্ক : শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোজ লিমিটেডের রাইট শেয়ারের আবেদন আগামী ১৯ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জমা নেওয়া হবে।

জানা গেছে, কোম্পানিটির ২আর : ৫ অনুপাতে অর্থাৎ ৫টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি রাইট ইস্যু মাধ্যমে শেয়ারবাজারে ৬ কোটি ২১ লাখ ৯২ হাজার শেয়ার ছেড়ে ১২৪ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করবে। এ জন্য প্রতিটি ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।

এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী বিনিয়োগকারীদের সম্মতির জন্য গত ২৫ জুলাই বিশেষ সাধারণ সভা (এজিএম) করে কোম্পানিটি। এই টাকা কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, চলতি মূলধনের চাহিদা পূরণ ও ঋণ পরিশোধে ব্যয় করা হবে।

রাইট শেয়ারের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ অক্টোবর।

ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর নির্দিষ্ট শাখায় রাইট শেয়ারের আবেদনপত্র ও টাকা জমা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৮, ২০১৭)