ঢাকা ইন্স্যুরেন্সের পরিচালকের পদত্যাগ
দ্য রিপোর্ট ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এ.কে.এম কামরুজ্জামান পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এ উদ্যোক্তা তার কাছে থাকা কোম্পানির সব শেয়ার অর্থাৎ ২৪ লাখ ৭ হাজার ৫০০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে তিনি বর্তমান বাজার দরে এ শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৮, ২০১৭)