দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ রুকুনুজ্জামানকে উদ্ধারের পর হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর উত্তরা থেকে তিনি নিখোঁজ হন।

গত বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রুকুনুজ্জামানকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বিধ্বস্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

মেয়রের বড় ভাই সাইফুল ইসলাম টুকন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘মেয়র রুকুনুজ্জামান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। হাসপাতালে তার পরিবারের সদস্যরা রয়েছেন। মৌলভীবাজার থেকে উদ্ধার করে আনার পরে তাঁকে প্রথমে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে হাসপাতালে ভর্তি করানো হয়।’

সাইফুল ইসলাম টুকন আরও বলেন, ‘মেয়রের হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ রয়েছে। উদ্ধারের পর তাকে টিভিতে ও পত্রিকায় ছাপানো ছবিতে খুব উদ্বিগ্ন দেখেছি। রাতে আমার সঙ্গে দেখা ও কথা হয়েছে। মেয়র শারীরিকভাবে অসুস্থতার কথা জানালে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করি। তিনি ঢামেক হাসপাতালের নতুন ভবনের ৬০১ নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।


উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম হোসেন খান জানান, প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হবে। এ কারণে থানা থেকে একজন কর্মকর্তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রুকুনুজ্জামান গত সোমবার সকালে ঢাকার উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাসা থেকে হাঁটার জন্য বের হন। তখন তাঁকে একটি মাইক্রোবাসে তুলে নেয় কয়েকজন। মাইক্রোবাসে তোলার পরপর তাঁর চোখ বেঁধে ফেলা হয়। তিনি অপহরণকারীদের কাউকে চিনতে পারেননি। পরে অনেক খোঁজাখুঁজির পর ভাইয়ের সন্ধান চেয়ে থানায় জিডিও করেছেন বড় ভাই সাইফুল ইসলাম টুকন। উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) নং-১৬১১।

এরপর গত বুধবার শ্রীমঙ্গলের কালীঘাট ইউপি কার্যালয়ের সামনে তাঁকে কালো একটি মাইক্রোবাস থেকে নামিয়ে দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ২৮, ২০১৭)