দ্য রিপোর্ট প্রতিবেদক : খুলনা, ব‌রিশাল ও গোপালগ‌ঞ্জ সড়ক জোনে প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে ৬১টি ছোট-বড় সেতু নির্মা‌ণে চু‌ক্তি সই ক‌রে‌ছে সড়ক ও জনপথ অধিদফতর।

বৃহস্প‌তিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় তেজগাঁও সড়ক ভব‌নে চু‌ক্তি স্বাক্ষরিত হয়। এ অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের। 

প্রধানমন্ত্রীর জন্ম‌দি‌নে এ চু‌ক্তি সইকে জন্ম‌দি‌নের উপহার হি‌সে‌বে উৎসর্গ ব‌লে উল্লেখ ক‌রেন ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘ও‌য়েস্টার্ন বাংলা‌দেশ ব্রিজ ইমপ্রুভ‌মেন্ট প্রক‌ল্পে জাইকা দে‌বে প্রায় দুই হাজার কো‌টি টাকা। অব‌শিষ্ট টাকার যোগান দে‌বে সরকার। এছাড়া এ প্রক‌ল্পের আওতায় ৪২ কি‌লো‌মিটার অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হ‌বে।’

সড়ক ও জনপথ অধিদফতর ও দেশীয় ঠিকাদারি প্র‌তিষ্ঠান ম‌নি‌কো লিমিটেড ও ডিএন‌কো লি‌মি‌টেডের ম‌ধ্যে এ প্রক‌ল্পের ৩টি প্যা‌কেজ চু‌ক্তি সই করা হয়।

খুলনা অঞ্চ‌লে প্যা‌কে‌জের আওতায় ৯টি সেতু নির্মাণ করা হ‌বে। এরম‌ধ্যে কু‌ষ্টিয়ায় তিনটি, ‌ঝিনাইদ‌হে দু’টি, য‌শো‌রে একটি, নড়াই‌লে একটি এবং বা‌গেরহা‌টে দু’টি সেতু নির্মাণ করা হ‌বে।

প্রকল্পের আওতায় গোপালগঞ্জ অঞ্চ‌লে ৭টি সেতু নির্মাণ করা হ‌বে। এর ম‌ধ্যে ফ‌রিদপু‌রে ছয়টি এবং মাদারীপু‌রে এক‌টি ‌সেতু নির্মাণ করা হ‌বে।ব‌রিশাল অঞ্চ‌লে ৯টি, ব‌রিশা‌লে ৭টি, ঝালকা‌ঠিতে একটি ও পিরোজপু‌রে একটি। সব মিলিয়ে ৬১টি সেতুর দৈর্ঘ্য হবে প্রায় ৪ হাজার ৭’শ মিটার।

এছাড়া প্রক‌ল্পের আওতায় ৪২ কি‌লো‌মিটার অ্যা‌প্রোচ সড়ক নির্মাণ করা হ‌বে। আগামী ২২ মাসের মধ্যে এ সেতু নির্মাণ শেষ হবে।

অনুষ্ঠা‌নে সড়‌ক ও জনপথ অধিদফতরের প‌ক্ষে প্রধান প্র‌কৌশলী ইব‌নে আলম মাসুদ ঠিকাদারি প্র‌তিষ্ঠা‌নের প‌ক্ষে ‌ডেন‌কোর এসএম খোর‌শেদ আলম চু‌ক্তিতে সই করেন।

(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ২৮, ২০১৭)