জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট শহরের শিল্পকলা একাডেমি এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত দুই নারী নিহত হয়েছেন। এ সময়  ওই বাসের আরো ১২ জন যাত্রী আহত হয়েছেন।

 

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান জয়পুরহাট সদর থানার ওসি সেলিম হোসেন।

 

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার সিরাজুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে জানান, নওগাঁর মঙ্গলবাড়ী থেকে  জুথি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস জয়পুরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে জয়পুরহাটের শিল্পকলা একাডেমি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই আনুমানিক ৫০ বছরের অজ্ঞাত এক নারী নিহত হন এবং ১৩ জন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন নারী মারা যান।

আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে দায়িত্বরত চিকিৎসক।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ০৩, ২০১৭)