বাংলাদেশের আত্মবিশ্বাস টলেনি : মাহমুদউল্লাহ
দ্য রিপোর্ট ডেস্ক : পচেফস্ট্রুম টেস্টে দলের পরজায়টা শোচনীয় হলেও তাতে করে বাংলাদেশ দলের মনোবলে চিড় ধরে নি বলে জানিয়েছেন দলের অন্যতম তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
মঙ্গলবার (৩ অক্টোবর) পচেফস্ট্রুমে স্পোর্টস ভিলেজে দলের প্রতিনিধি হয়ে সংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মাহমুদউল্লাহ।
তিনি বলেছেন, ‘ব্যাটিং নিয়ে খুবই হতাশ। উইকেটটা খুব ভালো ছিল। যেভাবে চেয়েছিলাম ব্যাটিংটা সেভাবে করতে পারিনি। স্কিল কাজে লাগাতে পারিনি। ছোট ভুল করেছি অনেকগুলো। তবে এখনও আমরা আত্মবিশ্বাসী। দ্বিতীয় টেস্টে উইকেট যেরকমই থাকুক আমরা খুব ভালো ব্যাটিং করব। খুব ভালোভাবে সিরিজে ফিরে আসব।’
মাহমুদউল্লাহ আরো বলেছেন, ‘নিজেদের মধ্যে কথা বলেছি। ম্যাচ শেষে টিম মিটিংয়ে যেসব বলা দরকার ছিল, যে ভুলগুলো আমরা করেছি সেসব নিয়ে কথা হয়েছে। দিনশেষে সেটা মাঠে কাজে লাগাতে পারব।’
মাহমুদল্লাহর ভাষায়, ‘নিউজিল্যান্ডে সাকিব ডাবল সেঞ্চুরি করেছে, মুশফিক দেড়শ রানের ইনিংস খেলেছে। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের আত্মবিশ্বাস দেয় যে, ওরা (দক্ষিণ আফ্রিকা) যেরকম উইকেটই বানাক আমাদের সেটা দেখার বিষয় নয়। আমরা বিশ্বাস করি, আমাদের স্কিল ভালো, এখন মাঠে যদি কাজে লাগাতে পারি।’
আগামী শুক্রবার থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে মাহমুদউল্লাহ মনে করছেন, ‘বিশ্বাসটা নিজের ভেতর থেকেই আসে। আত্মবিশ্বাস থাকেই। যদিও গত ইনিংসে ভালো খেলিনি। ফিফটি বা ৩০-৪০ রানগুলো আরও বড় করতে পারলে প্রথম ইনিংসের চেহারা অন্য রকম হতে পারত। এগুলো এখন বলে লাভ নেই। এখন দ্বিতীয় টেস্টে ফিরে আসতে হবে, এটাই মূল বিষয়।’
মাহমুদউল্লাহ জানিয়েছেন, ড্র করার লক্ষ্য নিয়েই পচেফস্ট্রুম টেস্টে পঞ্চম দিন খেলতে নেমেছিলেন তারা। কিন্তু তাদের ব্যাটিংয়ের ধরনে নেই তার প্রমাণ। অনেকেই আউট হয়েছেন শট খেলতে গিয়ে। সতীর্থদের শট খেলায় দোষের কিছু দেখেন না মাহমুদউল্লাহ।
প্রসঙ্গত, পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফর করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পচেফস্ট্রুমে সিরিজ প্রথম টেস্টে স্বাগতিকদের কাছে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯০ রানে অলআউট হওয়ার লজ্জাও গায়ে মেখেছে মুশফিকুর রহিমের দল।
(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ০৩, ২০১৭)