দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগকারীদের লেনদেনের পরিমাণ বেড়েছে।

ডিএসইর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সেপ্টেম্বর মাসজুড়েই বিদেশি বিনিয়োগকারীদের ক্রয়ের আগ্রহ ছিল বেশি।’

ডিএসইর দেওয়া হিসাব অনুযায়ী, চলতি বছর সেপ্টেম্বরে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ ছিল ৯৪৬ কোটি ৫৬ লাখ টাকা, যা অগাস্টের চেয়ে ১১৩ কোটি ৮২ লাখ টাকা বেশি।

সেপ্টেম্বরে বিদেশি বিনিয়োগকারীরা ৫৬০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার কিনেছেন। এর বিপরীতে বিক্রি করেছেন ৩৮৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার।

আগস্টে মাসে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেনের পরিমাণ ছিল ৮৩২ কোটি ৭৪ লাখ টাকা।

এর মধ্যে ৪৩২ কোটি ২২ লাখ টাকার শেয়ার কিনেছিলেন এবং বিক্রি করেছিলেন ৪০০ কোটি ৫২ লাখ টাকার।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ০৩, ২০১৭)