গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের জয়দেবপুর থানার চক্রবর্তী বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন ছিনতাইকারী অতর্কিতে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং ও বিকাশের এজেন্টের দোকান লুট করে মোট পাঁচ লাখ ৯০ হাজার টাকা নিয়ে যায়।

ককটেল বিস্ফোরণে আতঙ্কে লোকজন ভয়ে পালিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে ছিনতাইকারীদের হামলায় মো. ফারুক (৩৫) নামের এক ব্যবসায়ী আহত হন।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে ঘটনাটি ঘটে।

চক্রবর্তী ক্যাম্পের এসআই মো. হারুন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা–নবীনগর অংশে সড়কের পাশে চক্রবর্তী বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন ছিনতাইকারী একটি প্রাইভেটকার থেকে নেমে অতর্কিতে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় গুলির শব্দ মনে করে এলাকার লোকজন ছুটোছুটি শুরু করে এবং বাসস্ট্যান্ড এলাকা ছেড়ে চলে যায়।

একপর্যায়ে ছিনতাইকারীরা ওই এলাকার এবিএম ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্ট এবং বিকাশের এজন্টের দোকানে ঢুকে পড়ে এবং মো. নাসিরের ডাচ বাংলার ক্যাশ থেকে পাঁচ লাখ এবং মো. ফারুক মিয়ার বিকাশের ক্যাশ থেকে ৯০ হাজার টাকা লুট করে নেয়। এসময় ফারুক বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে হাত ও মাথায় আঘাত করে ছিনতাইকারীরা টাকা নিয়ে ওই প্রাইভেটকার যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি। রাত সোয়া ১২টার দিকে ছিনতাইকারীদের আটকের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে ওই কর্মকর্তা জানান।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৪, ২০১৭)