‘কয়েক দিনের মধ্যে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা’
দ্য রিপোর্ট ডেস্ক : আগামী কয়েক দিনের মধ্যে স্পেন থেকে আলাদা করে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করবে বলে জানিয়েছেন স্বায়ত্তশাসিত অঞ্চলটির নেতা কার্লেস পুজদেমন।
মঙ্গলবার কাতালুনিয়ার স্বাধীনতার প্রশ্নে রবিবারের গণভোটের পর দেওয়া প্রথম সাক্ষাৎকারে বিবিসিকে একথা বলেন তিনি।
‘চলতি সপ্তাহের শেষ দিকে কিংবা আগামী সপ্তাহের প্রথমদিকে’ তার সরকার এ বিষয়ে পদক্ষেপ নিবে বলে জানিয়েছেন পুজদেমন।
এদিকে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে বলেছেন, গণভোটের আয়োজকরা তাদের ‘আইনের বাইরে’ নিয়ে গেছেন।
ঐক্যের আহ্বান জানিয়ে স্পেনের পরিস্থিতিকে তিনি ‘অত্যন্ত গুরুতর’ বলে মন্তব্য করেছেন।
গণভোটের দিন স্পেনের পুলিশের সহিংসতার প্রতিবাদে মঙ্গলবার কাতালুনিয়াজুড়ে লাখ লাখ মানুষ প্রতিবাদ ধর্মঘট পালন করছে। ভোটের দিন পুলিশের অ্যাকশনে প্রায় ৯০০ কাতালান আহত হয়েছেন বলে গণমাধ্যমগুলোর খবর।
অপরদিকে একই দিন ৩৩ পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে স্থানীয় চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৪, ২০১৭)