২ কোম্পানিকে বিএসইসি’র জরিমানা
দ্য রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুড ও প্রাইম টেক্সটাইল লিমিটেডকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে ফু-ওয়াং ফুডের প্রত্যক পরিচালককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এরা হলেন-কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আরিফ আহমেদ চৌধুরী, পরিচালক কামাল কান্তি মন্ডল ও বিল্পব চক্রবর্তী।
অন্যদিকে আইন ভঙ্গের কারণে প্রাইম টেক্সটাইলের পরিচালকদের দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এরা হলেন-ব্যবস্থাপনা পরিচালক আবদুল আওয়াল, পরিচালক আবুল বাশার ও মিস ফাতেমা খাতুন।
এছাড়া সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে হারুন সিকিউরিটিজকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৪, ২০১৭)