দ্য রিপোর্ট প্রতিবেদক : বিখ্যাত লেখক চার্লস ডিকেন্সের কালজয়ী উপন্যাস ‘অলিভার টুইস্ট’ অবলম্বনে ধারাবাহিক নাটক তৈরি করিয়েছে দেশের বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল দীপ্ত টিভি। নাটকটির নাম রাখা হয়েছে ‘অলি।

আগামী ৭ অক্টোবর থেকে নাটকটির প্রচার শুরু হচ্ছে বলে দীপ্ত টিভির পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবার (৪ অক্টোবর) দীপ্ত টিভির ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ছিলেন চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী উরফী আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা ও রাত সাড়ে ৮টায় দেখানো হবে ‘অলি’।

দীপ্ত টিভির সিইও বলেছেন, ‘আমরা চাই দর্শকরা যেন নাটকটি থেকে বঞ্চিত না হয়। সাড়ে ৬টায় দেখার সুযোগ থাকবে না যাদের, তারা যেন সাড়ে ৮টায় এটি দেখতে পারেন সেজন্য দিনে দুবার একই পর্ব দেখাবো আমরা।’

‘অলি’র পরিচালক রাকেশ বসু বলেছেন, ‘অলিভার টুইস্ট একটি ধ্রুপদী উপন্যাস। মূল গল্পের মতো এখানেও প্রধান চরিত্র একটি শিশু। নাটকেও সে অনাথ এবং পকেটমার দলের খপ্পরে পড়ে। তবে অলিকে বাংলাদেশের প্রেক্ষাপটে হাজির করেছি আমরা।’

পরিচালক জানিয়েছেন, অলি চরিত্রে অভিনয় করেছে শান্ত।

ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, লুৎফর রহমান জর্জ, আজিজুল হাকিম, শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, হিল্লোল, সানজিদা প্রীতি, মৌসুমী হামিদ, এফ এস নাঈম, রোমানা স্বর্ণা, নরেশ ভূঁইয়া, নোভা, ডলি জহুর, লায়লা হাসান, সানজিদা মিলা, মহিউদ্দিন, কাজী উজ্জ্বল, আলোক।

নাটকটির কাহিনী বিন্যাস ও চিত্রনাট্যে কাজ করেছেন আহমেদ খান হীরক ও জুনায়েদ হোসেন।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ০৪, ২০১৭)