যশোর প্রতিনিধি : যশোরে দিনব্যাপী চাকরি মেলা বসছে বৃহস্পতিবার (৫ অক্টোবর)। নবনির্মিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক মেলাটির আয়োজক। টেকনোলজি পার্কেই অনুষ্ঠিত হচ্ছে এই মেলা।

এতে দেশীয় ৩১টি তথ্যপ্রযুক্তি কোম্পানি স্টল নিয়েছে। চাকরিপ্রত্যাশী ব্যক্তিরা এসব স্টলে গিয়ে প্রতিষ্ঠানগুলোয় চাকরি-সংক্রান্ত তথ্য জানতে পারবেন।

শেখ হাসিনা সফটওয়্যার পার্কের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম জানান, ‘আমরা আশা করছি, এই মেলায় তিন হাজারের মতো চাকরিপ্রত্যাশী অংশ নেবেন। হাইটেক পার্কে চাকরির জন্য কী ধরনের দক্ষতাসম্পন্নকর্মী প্রয়োজন সে সম্পর্কে তারা ধারণা পাবেন। একই সঙ্গে মেলাতেই কয়েক’শ যুবক চাকরির সুযোগ পাবেন।’

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৫, ২০১৭)