বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্টে আবারো তল্লাশি চালিয়ে ৭টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা।

শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে বেনাপোল চেকপোষ্টে তল্লাশি কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- ঢাকার দনিয়া উপজেলার ১৭৫ জোড়া খাম্বা রোড এলাকা থেকে আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান (৪০) ও কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার চান্দিয়ার গ্রামের হাজী আব্দুল মান্নানের ছেলে মাহবুব আলম (৩৬)। তাদের পাসপোর্ট নম্বর বিএম ০৯০০২৬৯ এবং বিএম ০৩৩০৩৫৪।

বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দুইজন সোনা পাচারকারী সোনার একটি বড় চালান নিয়ে বেনাপোল দিয়ে ভারতে যাবে। এই তথ্যের ভিত্তিতে সহকারী রাজস্ব কর্মকর্তাদের নিয়ে আগে থেকে বেনাপোল চেকপোস্ট কাস্টমসে গোপন অবস্থান নেয়। এরপর ওই সোনা পাচারকারীরা কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ শেষ করে ভারতে যাওয়ার আগ মুহূর্তে টি টি চেকিংয়ের সময় মিজানুর ও মাহবুব আলমকে আটক করে তাদের দেহ তল্লাশি করে ৭টি সোনার বার পাওয়া যায়।

এদিকে বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার সাদেক হোসেন ৭ টি সোনার বারসহ মিজানুর ও মাহবুব আলম নামে ২ জন সোনা পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৫ অক্টোবর ) সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল চেকপোষ্ট নোম্যান্সল্যান্ড থেকে৮টি সোনার বারসহ দুইজন সোনা পাচারকারীকে আটক করে বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৬, ২০১৭)