উড়োজাহাজের সোনার সিঁড়িতে আটকে গেলেন সৌদি বাদশাহ
দ্য রিপোর্ট ডেস্ক : রাজকীয় বিমানে রাশিয়া সফরে গিয়েছিলেন সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ। উড়োজাহাজ থেকে নামার সিঁড়িটি ছিল সোনায় মোড়ানো। কিন্তু বাদশা উড়োজাহাজ থেকে নামার সময় সিঁড়িটি আটকে গিয়ে দেখা দেয় বিপত্তি।
গত বুধবার মস্কোয় বিমান থেকে নামার সময় সৌদি বাদশার সোনার সিঁড়িটি আটকে যাওয়ার দৃশ্য এখন ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
ভিডিওটিতে দেখা যায়, বাদশা বিমান থেকে নামার সময় সিঁড়িটি ঠিকভাবেই চলছিল, কিন্তু মাঝপথে তা আটকে যায়। ৮১ বছরের বাদশাহ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে উপায়ন্তর না দেখে হেঁটেই নামেন বাকিটা পথ।
চার দিনের রাশিয়া সফরে বিমানের সোনার চলমান সিঁড়ি ছাড়াও ছিল আরও চমক। দেশ থেকে সৌদি বাদশা নিয়ে গিয়েছিলেন ১৫০০ জন বিশেষ সহকারী, নিজের পছন্দের আসবাব এবং ৮০০ কিলোগ্রাম খাবার।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৭, ২০১৭)