ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন।

রবিবার (৮ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার মালিহাতায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাসের চালকের সহকারী (হেলপার) মুমিন মিয়া (৩৮), যাত্রী সৈয়দ হোসেন (৫৫), পারভীন (৩০) ও তাঁর শিশুপুত্র নূরুন্নবী (তিন মাস)।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও সরাইল উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

সরাইল বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্রদূত পরিবহনের বাস ও সিলেটগামী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন, হাসপাতালে নেওয়ার পথে একজন এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পর আরো দুজন নিহত হন।

দুর্ঘটনার পরপর তাৎক্ষণিকভাবে এলাকাবাসী আহতদের উদ্ধার করেন। পরে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৮, ২০১৭)