দ্য রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজার নিয়ন্ত্রকদের বৈশ্বিক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসকো) নির্ধারিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ, ২০১৭ উপলেক্ষে সেমিনার আয়োজন করে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ মিলানায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেমিনারে বিএমবিএর সভাপতি ছায়েদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এবং বিমা বিভাগের অধ্যাপক আবু তালেব ও বিশেষ অতিথি হিসেবে বিএসইসির নির্বাহী পরিচালক মো্. সাইফুর রহমান উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এবং বিমা বিভাগের অধ্যাপক আবু তালেব বলেন, প্রধানত তিনটি বিষয়কে বিবেচনায় নিয়ে পুঁজিবাজারো বিনিয়োগ করতে হবে। বিষয়গুলো হল- সময়, রিটার্ন এবং ঝুঁকি।তবে এর বাইরেও কোম্পানির শেয়ারপ্রতি আয়, সম্পদ মূল্য এবং ব্যবস্থাপনাকেও বিবেচনায় রাখতে হবে। এতেই পুঁজিবাজার থেকে সফলতা পাওয়া সম্ভব।

তিনি আরও বলেন, পুঁজিবাজার হলো ঝুঁকির বাজার। এখানে অন্য খাতের মত বিনিয়োগ করলে হবে না। পুঁজিবাজার থেকে মুনাফা পেতে হলে বুঝে-শুনে বিনিয়োগ করতে হবে।

বিএসইসির নির্বাহী পরিচালক মো্. সাইফুর রহমান বলেন, একজন স্মার্ট বিনিয়োগকারীর জন্য যে ধরণের পরিবেশ প্রয়োজন সেই অবস্থা বর্তমান পুঁজিবাজারে রয়েছে। ২০১০ সালের পর সংস্কারের মাধ্যমে সে অবস্থা করা হয়েছে। সমস্যা হলো আমাদের বিনিয়োগকারীরা বিনিয়োগের পরিবর্তে ব্যবসা করেন। ফলে মুনাফার পরিবর্তে লোকসানকে সঙ্গী করে ঘরে ফিরে।

তিনি বলেন, স্মার্ট বিনিয়োগকারী তৈরি করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে কমিশন।বিনিয়োগকারীরা যদি সেই সুযোগ গ্রহণ করে- তাহলে এখান থেকে মানি মার্কেটের চেয়ে বেশি রিটার্ন নিতে পারবে।

স্বাগত বক্তব্যে ছায়েদুর রহমান বলেন, যে কারণে ১৯৯৬ ও ২০১০ পুঁজিবাজারে ধস হয়েছে- সেই অবস্থা এখন আর নেই। এরপরেও বিনিয়োগ করার আগে পুঁজির নিরাপত্তার জন্য দেখেশুনে বিনিয়োগ করা প্রয়োজন।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, বিএমবিএ সাধারণ সম্পাদক খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৮, ২০১৭)