আমরা নেটওয়ার্কসের শেয়ার দর বাড়ছে কারণ ছাড়াই
দ্য রিপোর্ট ডেস্ক : শেয়ারবাজারে লেনদেন শুরু পর থেকে অস্বাভাবিক হারে বাড়ছে তথ্যপ্রযুক্তি খাতের আমরা নেটওয়ার্কস লিমিটেডের শেয়ার দর।
আর এ কারণেই কোম্পানিটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, লেনদেনের দ্বিতীয় দিন কোম্পানিটির শেয়ার দর কমলেও পরের তিন দিন অস্বাভাবিক হারে বাড়তে থাকে। এর কারণ জানাতে কোম্পানিটিকে নোটিশ দেয় ডিএসই। কিন্তু ডিএসইর নোটিশের জবাবে কোম্পানিটি গত ৫ অক্টোবর জানিয়েছে, তাদের শেয়ার দর কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়তে থাকে।
উল্লেখ্য, গত তিন কার্যদিবসে কোম্পানির শেয়ার দর ১৫ টাকা বা ১১৫৮ শতাংশ বেড়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১২৯.৫ টাকা থেকে বেড়ে ১৪৪.৫০ টাকায় পৌঁছায়।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৮, ২০১৭)