সুহৃদে ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সিইও নিয়োগ
দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটিতে মাহমুদুল হাসানকে চেয়ারম্যান, নোমান রাসেদ চৌধুরীকে ভাইস চেয়ারম্যান এবং জাহিদুল আজাদকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী পরিচালক (সিইও) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এর মধ্যে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যনকে ৩ বছরের জন্য এবং এমডি ও সিইওকে ২ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৮, ২০১৭)