কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া তেঁতুলতলা নামক স্থানে কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম আব্দুল হাকিম (৩৫)। তিনি একটি কীটনাশক কোম্পানির বিক্রয় কর্মী বলে জানা গেছে। হাকিম নাটোরের নলডাঙ্গা উপজেলার দমদমা গ্রামের খাজা নাজিম উদ্দিনের ছেলে।
রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওতাপাড়া থেকে মোটরসাইকেল চালিয়ে আব্দুল হাকিম ছিলিমপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুত গতি সম্পন্ন ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ আহতাবস্থায় হাকিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেছেন, ‘কাভার্ড ভ্যানটির চালক পালিয়ে গেছে। কার্ভাড ভ্যান ও মোটর সাইকেল থানায় নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য আব্দুল হাকিমের লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।’
(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ০৮, ২০১৭)