সিমটেক্সের রিজার্ভে যাচ্ছে মুনাফার ৫২ শতাংশ
দ্য রিপোর্ট ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ২০১৬-১৭ অর্থবছরের মুনাফার ৫২ শতাংশই রিজার্ভে যাচ্ছে। মুনাফার তুলনায় কম লভ্যাংশ ঘোষনায় এমনটি হবে। তবে আগের অর্থবছরে এর পরিমাণ ছিল মাত্র ১৩ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ২০১৬-১৭ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৫২ টাকা। এর বিপরীতে কোম্পানিটির পরিচালনা পর্ষদ প্রতিটি শেয়ারে ১২ শতাংশ হারে (২ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার) ১.২০ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। এ হিসাবে মুনাফার ৪৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যাতে বাকি প্রতিটি শেয়ারে ১.৩২ টাকা বা ৫২ শতাংশ রিজার্ভে যোগ হবে।
আগের অর্থবছরে সিমটেক্স মুনাফার মাত্র ১৩ শতাংশ রিজার্ভে রেখেছিল। বাকি ৮৭ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদের বিতরন করা হয়েছিল।
উল্লেখ্য ৫৯ কোটি ৯৩ লাখ টাকার পরিশোধিত মূলধনের সিমটেক্স ইন্ডাস্ট্রিজে ৪৭ কোটি ৭৩ লাখ টাকার রিজার্ভ রয়েছে। যা ২০১৬-১৭ অর্থবছরের ব্যবসায় মুনাফার কম লভ্যাংশ ঘোষণা করায় এর পরিমাণ আরও ৭ কোটি ৯১ লাখ টাকা বাড়বে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৯, ২০১৭)