চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় ২ ছাত্রী নিহত
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাকের ধাক্কায় দুই মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালী-পেকুয়া সড়কের মনসুরিয়া বাজারের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাঁশখালী উপজেলার দক্ষিণ জলদি রঙ্গিয়া ঘোনার মুজ্ফ্ফর আহমেদের মেয়ে শাহেদা আক্তার (১৪) ও মৃত নুরুল আলমের মেয়ে মোর্শেদা বেগম (১৫)।
বাঁশখালী থানার এসআই মো. বেলাল হোসেন জানান, বাড়ি থেকে হেঁটে রঙ্গিয়া ঘোনা দাখিল মাদ্রাসায় যাওয়ার পথে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহেদা মারা যায়। আর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মোর্শেদাও মারা যান।
তিনি আরও বলেন, ঘাতক ট্রাক ও চালক শামীম আশরাফকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হচ্ছে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৯, ২০১৭)