দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি,১৭-সেপ্টেম্বর,১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৭৬ পয়সা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ৭ পয়সা।

উল্লেখ্য, কোম্পানিটি শেষ তিন মাসে শেয়ার প্রতি আয় করেছে ৭ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১১ পয়সা।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৯, ২০১৭)