দিরিপোর্ট২৪ ডেস্ক : পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে নতুন করে বসতি নির্মাণের ইসরাইলি ঘোষণার নিন্দা জানালো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খবর আলজাজিরার।


ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক শাখার প্রধান ক্যাথেরাইন অ্যাস্টন বৃহস্পতিবার বলেন, ‘গত রবিবার ইসরাইলের দেওয়া ১৫৮৯টি অবৈধ বাড়ি তৈরির ঘোষণা ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনার ক্ষেত্রে হুমকিস্বরূপ।’


এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইইউ আবারো বলছে এই বসতি নির্মাণ আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। বর্তমান শান্তি আলোচনাকে সফল করতে সাহসী ও সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী নেতা দরকার।’


বিবৃতিতে আরও বলা হয়, ‘ইইউ নতুন বসতি স্থাপনের ঘোষণার নিন্দা জানাচ্ছে। এরইসঙ্গে ইসরাইল সরকারকে এ ঘোষণা থেকে সরে আসার আহ্বানও জানানো হচ্ছে।’


অ্যাস্টন আরো বলেন, ‘চলমান শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে এমন বিষয় পরিত্যাগ করা উচিত।’


গত সপ্তাহে তিন হাজার সাতশয়েরও বেশি অবৈধ বাড়ি তৈরির কাজ শুরু করেছে ইসরাইল।


(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ০৭, ২০১৩)