স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা
দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তা আব্দুল আহাদ ১ কোটি ৫০ লাখ ৯৩ হাজার ৪৩টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ১ কোটি ৫০ লাখ ৯৩ হাজার ৪৩টি শেয়ার আছে। এর মধ্যে থেকে এক কোটি ৫০ লাখ শেয়ার বেচবেন আব্দুল আহাদ।
উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবরের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবেন।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১০, ২০১৭)