দ্য রিপোর্ট ডেস্ক : মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য নুয়েভো লিওনের একটি কারাগারে প্রতিদ্বন্দ্বী দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছে।

রাজ্যের নিরাপত্তা কর্মী আলদো ফ্যাসি বার্তা সংস্থা রয়টার্সকে মঙ্গলবার জানান, সংঘর্ষ থামাতে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, মন্টেরি শহরের বাইরের ক্যাডেরিতা নামক ওই কারাগারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ দেখা দিলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কারাকর্মী ও অন্য কয়েদিদের রক্ষা করতে কঠোর ব্যবস্থা নেয়।

আলদো ফ্যাসি বলেন, সত্যিকার অর্থেই কতজন লোক মারা গেছে কিংবা নিরাপত্তা বাহিনীর অভিযানে কতজন মারা গেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবার ১১, ২০১৭)