সাতক্ষীরা সীমান্তে ১৯ রোহিঙ্গা আটক
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ১৯ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল।
বুধবার (১১ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদরের পদ্মশাখরা সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।
পদ্মশাখরা বিজিবির কোম্পানি কমান্ডার মোশারফ হোসেন জানান, ১৯ জন রোহিঙ্গা অবৈধভাবে ভারত থেকে আসার সময় পদ্মশাখরা বিজিবি সদস্যরা তাদেরকে আটক করেছে।
তিনি আরও বলেন, আটকদের মধ্যে ১০ জন শিশু, নারী ৬ জন এবং তিনজন পুরুষ রয়েছে। তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হবে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবার ১১, ২০১৭)