উৎপাদন বাড়াবে হাইডেলবার্গ
দ্য রিপোর্ট ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্টের পরিচালনা পর্ষদ সিমেন্ট উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটি প্রতি বছর অতিরিক্ত ৪ লাখ ৭২ হাজার টন সিমেন্ট উৎপাদন করবে। অতিরিক্ত সিমেন্ট উৎপাদনের পর থেকে উৎপাদন ক্ষমতা দাড়াবে ১০ লাখ ৭৫ হাজার টন। অতিরিক্ত সিমেন্ট উৎপাদনের জন্য কোম্পানিটি কাঞ্চনপুরে আরেকটি প্লান্ট স্থাপন করবে। এ জন্য কোম্পানিটির ব্যয় হবে ৯২ কোটি ৫২ লাখ ৯৯ হাজার টাকা।
এ সম্পর্কিত নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর সিমেন্ট উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া শুরু করা হবে। কোম্পানির ফান্ড থেকে এই অর্থ ব্যয় করা হবে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবার ১১, ২০১৭)