‘স্থানীয় উন্নয়নের পাশাপাশি জাতীয় অগ্রগতিতে কাজ করুন’
![](https://bangla.thereport24.com/article_images/2017/10/12/18b279eca84db7b7dbf6a926a49e9849-59dea8f8828c6.jpg)
দ্য রিপোর্ট ডেস্ক : নিজ নিজ এলাকার উন্নয়নের পাশাপাশি জাতীয় অগ্রগতির জন্য একসঙ্গে কাজ করতে স্থানীয় নেতা, পেশাজীবী, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার সকালে নিজ জেলা কিশোরগঞ্জে চার দিনের সফরের শেষ দিনে জেলা সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। খবর- বাসসের।
মতবিনিময়ে রাষ্ট্রপতি নিজ নিজ অবস্থান থেকে সততা ও আন্তরিকতার সঙ্গে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্যও সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১২, ২১০৭)