হবিগঞ্জে বজ্রপাতে নিহত ২ সহোদর
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে নিহত হয়েছেন দুই সহোদর।
শুক্রবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাঘহাতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের ইরফান আলী (১৬) ও আক্কাস আলীর ছেলে বাবুল মিয়া (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আক্কাস আলী দীর্ঘদিন ধরে নতুন বাড়ি তৈরি করতে দুই ছেলেকে নিয়ে মাটি ভরাটের কাজ করাচ্ছিলেন। সকাল ৭টার দিকে বাড়িতে কাজ করতে যায় দুই সহোদর। সকাল ১০টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে কাজ করছিল তারা। বেলা সাড়ে ১১টার দিকে প্রচণ্ড বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই সহোদর মারা যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বার বার মুর্ছা যাচ্ছেন নিহত দুই সহোদরের বাবা-মাসহ পরিবারের লোকজন।
কাগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে তাদের নামাজে জানাজা শেষে দাফন করা হবে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৩, ২০১৭)