কুয়াকাটা প্রতিনিধি :  কুয়াকাটায় পিতার টমটমের নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার শিশু সন্তান মো. ইব্রাহীমের (৪)।

 

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৪ টার দিকে কুয়াকাটার লক্ষীর হাটে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে।

 

ওই টমটম চালকের নাম ইউসুফ গাজী। তিনি নয়ামিশ্রিপাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে ইউসুফ গাজী তার শিশুপুত্রকে টমটমে বসিয়ে ইঞ্জিন চালু করে ঘুরাতে গেলে হাত ফসকে টমটমটি রাস্তার ঢালে পড়ে যায়। এতে শিশু ইব্রাহীম টমটমের নিচে চাপা পড়ে। তাৎক্ষণিক উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত টিকিৎসক ইব্রাহীমকে মৃত্ ঘোষণা করেন।

এ বিষয়ে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান বলেছেন, ‘ দুর্ঘটনায় আহত শিশুটি হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা গেছে।’

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ১৩, ২০১৭)