নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান শাহীন ওরফে বন্দুক শাহীন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ সময় উদ্ধার করা হয় একটি ৭.৬৫ বোরের পিস্তল ও ৪ রাউন্ড গুলি।

শুক্রবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় শহরের গলাচিপা এলাকায় বন্দুক শাহীনের মাদক আস্তানায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। শাহীনের বিরুদ্ধে একাধিক থানায় দুই ডজনের বেশী মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের গলাচিপা এলাকায় বন্দুক শাহীনের মাদকের আস্তানায় অভিযান চালানো হয়। এসময় শাহীন তার সহযোগীদের নিয়ে ডিবির উপর হামলা চালায়। মাদক ব্যবসায়ীরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে ডিবিও পাল্টা গুলি ছুড়ে। এ সময় ক্রসফায়ারে পড়ে নিহত হয় শাহীন।

তিনি জানান, অভিযানের সময় উদ্ধার করা হয়েছে একটি ৭.৬৫ বোরের পিস্তল ও ৪ রাউন্ড গুলি।

(দ্য রিপোর্ট/তৌইমি/অক্টোবর ১৩, ২০১৭)