নারায়ণগঞ্জ প্রতিনিধি : 
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শুক্রবার ১৩ অক্টোবর বিকেলে কাভার্ডভ্যান চাপায় সুজানা (৩৫) নামের একজন মহিলা নিহত হয়েছেন।


উপজেলার গোলাকান্দাইল এলাকার মদনপুর-গাজীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে । নিহত সুজানা কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার সাজুয়া এলাকার তনু দাসের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহীদুল আলম জানান, সুজানা কাজের সন্ধানে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় আসেন। বিকেল ৫টায় গোলাকান্দাইল এলাকার মদনপুর-গাজীপুর তথা এশিয়ান হাইওয়ে সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সুজানা নিহত হন।