ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই তামিম-মুস্তাফিজ
দ্য রিপোর্ট ডেস্ক : ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজা। রবিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ২টায় ম্যাচটি শুরু হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়ায় মোস্তাফিজ খেলছেন না প্রথম ওয়ানডে। তিন পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ।
এদিকে ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় প্রথম ওয়ানডেতে খেলছেন না তামিম ইকবাল।
১২৫তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আজ ওয়ানডে অভিষেক হচ্ছে মোহাম্মদ সাইফউদ্দিনের। এর আগে পেস বোলিং অলরাউন্ডার বাংলাদেশের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলেছেন।
২০১৩ সালের জানুয়ারিতে কিম্বার্লিতে সবশেষ ওয়ানডে ম্যাচ হয়েছিল। চার বছর পর এটাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ১৯৯৮ সালে অভিষেকের পর এই মাঠে ওয়ানডে হয়েছে মাত্র ১২টি। এখানে এর আগে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০০২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ও ২০০৩ বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হেরেছিল ৭ উইকেটে।
বাংলাদেশ একাদশ:
ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৫, ২০১৭)