ইসির সঙ্গে বিএনপির সংলাপ ইতিবাচক
দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বিএনপি সংলাপে গেছে। এটা রাজনীতির জন্য ইতিবাচক। তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা সবসময় চাই বিএনপি নির্বাচনে আসুক। কারণ বিএনপি একটা বড় রাজনৈতিক দল। কিন্তু তারা গত নির্বাচনে অংশগ্রহণ না করে অস্তিত্ব সংকটে ভুগছে। তবে আশাকরি তারা আর এ ভুল করবে না।
ওবায়দুল কাদের বলেন, আগামী বুধবার (১৮ অক্টোবর) ইসির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ রয়েছে। সংলাপে আওয়ামী লীগের পক্ষ থেকে সুনির্দিষ্ট ১১টি প্রস্তাব দেয়া হবে। এটা গোপন কিছু নয়, সংলাপের আগে তারা মিডিয়ার সঙ্গে আলোচনা করবে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৫, ২০১৭)