ব্লু হোয়েল গেম বন্ধ চেয়ে রিট
দ্য রিপোর্ট প্রতিবেদক : আত্মহত্যায় প্ররোচনাকারী বহুল বিতর্কিত ব্লু হোয়েল গেম বন্ধে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে ওই রিটে মোবাইল অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।
রবিবার (১৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লবসহ তিন আইনজীবী এ রিট দায়ের করেন।
সম্প্রতি রাজধানীতে হলিক্রসের এক ছাত্রী ব্লু হোয়েল গেমস খেলে আত্মহত্যা করে বলে গুজব ছড়ায়। এর পর দেশের বিভিন্ন স্থানে ব্লু হোয়েল গেমস খেলে আত্মহত্যার চেষ্টাকালে আহত হওয়ার খবর পাওয়া যায়।
পরে ওই স্কুলছাত্রীর বাবা তার মেয়ের আত্মহত্যার জন্য এই ইন্টারনেট গেমকে দায়ী করার পর বিষয়টি আলোচনায় আসে। সেই ঘটনাকে কেন্দ্র করে নানান বিতর্কের সৃষ্টি হয়।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৫, ২০১৭)