প্রসিকিউটরদের সতর্ক করলেন ট্রাইব্যুনালের বিচারপতিরা
দ্য রিপোর্ট প্রতিবেদক : মামলা পরিচালনা করতে গিয়ে বারবার সময় চাওয়ার বিষয়ে প্রসিকিউটরদের সতর্ক করেছেন আন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রবিবার (১৫ অক্টোবর) এক সময় আবেদনের প্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই মন্তব্য করেন।
এর আগে নেত্রকোনার এক মামলায় সাক্ষী উপস্থাপনে সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল।
সেই আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল বলেন, যেহেতু বৃহস্পতিবার কোর্ট নতুন করে গঠন হয়েছে। তাই বারবার সময় চাওয়া থেকে বিরত থাকতে হবে। এমনিতেই অনেক সময় কেটে গেছে। তাই ভবিষ্যতে সময় আবেদনের ক্ষেত্রে বিরত থাকার চেষ্টা করবেন।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার ট্রাইব্যুনালে চেয়ারম্যান বিচারপতি হিসেবে বিচারপতি মো. শাহিনুর ইসলামকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৫, ২০১৭)