দ্য রিপোর্ট ডেস্ক : বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন করতে রোড শো’র আয়োজন করেছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। রবিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায়, রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই রোড শো অনুষ্ঠিত হবে।

রোড শোতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, স্টক ডিলারস, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, রিকগনাইজড পেনশন অ্যান্ড প্রভিডেন্ড ফান্ড এবং কমিশনের অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠান অংশ নেবে।

কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ ও দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধের জন্য শেয়ারবাজার থেকে মোট ১৫০ কোটি টাকা তুলতে চায় এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড।

কোম্পানিটিকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড। আর রেজিস্ট্রার দ্যা ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৫, ২০১৭)