‘বোমা পড়ার আগ পর্যন্ত কূটনৈতিক তৎপরতা’
দ্য রিপোর্ট ডেস্ক : উত্তর কোরিয়ার ছোড়া প্রথম বোমা ভূপাতিত হওয়ার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।
রবিবার সিএনএনের টক শো স্টেট অব দি ইউনিয়নে টিলারসন এ মন্তব্য করেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সিএনএনকে বলেন, ‘প্রথম বোমা পড়ার আগপর্যন্ত এসব কূটনৈতিক তৎপরতা চলবে।’
কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও মিত্র রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া শুরুর একদিন আগে উত্তর কোরিয়ার বিষয়ে নিজ দেশের অবস্থান জানালেন টিলারসন।
উত্তর কোরিয়া সোমবারের মহড়াটিকে যুদ্ধের আগে পোশাকি মহড়া হিসেবে দেখছে। তবে যুক্তরাষ্ট্রের দাবি, আত্মরক্ষার্থেই এই মহড়ার আয়োজন।
‘প্রেসিডেন্ট (ট্রাম্প) আমাকে পরিষ্কার করে দিয়েছেন যে তিনি এটা (উত্তর কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনা) কূটনৈতিকভাবে সমাধান করতে চান’, বলেন টিলারসন।
‘তিনি যুদ্ধে যেতে চাইছেন না’, যোগ করেন টিলারসন।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৬, ২০১৭)