দ্য রিপোর্ট ডেস্ক : গেমারদের কথা মাথায় রেখে প্রথমবারের মতো স্মার্টফোন তৈরি করছে রেজার।

বিশেষ আয়োজনের মাধ্যমে আগামী নভেম্বর মাসে স্মার্টফোনটির ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি।

জিএফএক্সবেঞ্চ ওয়েবসাইটে রেজারের অ্যান্ড্রয়েডচালিত ফোনটির তথ্য প্রকাশ করা হয়েছে। খবর: এনডিটিভি অনলাইনের।

ওই তথ্য অনুযায়ী, রেজার ফোনে থাকবে ৮ জিবি র‍্যাম ও উন্নত নানা ফিচার।

ফোন রাডার নামের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রেজার ফোনে থাকবে ৫ দশমিক ৭ ইঞ্চি মাপের কিউএইচডি (১৪৪০ বাই ২৫৬০ পিক্সেল) ডিসপ্লে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট ব্যবহৃত হবে। ফোনটিতে ৬৪ জিবি বিল্টইন স্টোরেজ থাকবে। ফোনটির পেছনে ১২ মেগাপিক্সেল ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।

রেজার কর্তৃপক্ষ বলছে, তারা যে মানের হার্ডওয়্যার দিয়ে স্মার্টফোন তৈরি করছে তা গেমিং ডিভাইস তৈরির লক্ষ্য পূরণ করবে। অবশ্য হার্ডওয়্যারের পূর্ণ ব্যবহারের বিষয়টি রেজারের সফটওয়্যার ব্যবস্থাপনার ওর নির্ভর করবে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৬, ২০১৭)