দ্য রিপোর্ট প্রতিবেদক : রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোবাইল অপারেটরগুলো ‘বিশেষ ইন্টারনেট অফার’ ছয় মাসের জন্য বন্ধ করাসহ তিন দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৬ অক্টোবর) ব্লু হোয়েল সম্পর্কিত একটি রিট আবেদনের শুনানিতে এ নির্দেশ দিয়েছেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

নির্দেশনাগুলো হলো- ১. ব্লু হোয়েল বা এ জাতীয় ইন্টারনেট ভিত্তিক ‘মরণখেলার’ গেইটওয়ে লিংক বন্ধ করতে হবে। ২. রাত ১২টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত দেশের সব মোবাইল অপারেটরের ‘রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার’ ছয় মাসের জন্য বন্ধ থাকবে। ৩. ব্লু হোয়েলসহ এ জাতীয় ইন্টারনেট ভিত্তিক গেইমে আসক্তদের চিহ্নিত করে প্রয়োজনীয় কাউন্সেলিং দেওয়া এবং অভিজ্ঞদের নিয়ে একটি ‘মনিটরিং সেল’ গঠন করতে হবে।

রবিবার তিন আইনজীবীর পক্ষে হাইকোর্টে রিটটি দায়ের করেছিলেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর পল্লব।

সোমবার শুনানিতে হুমায়ুন কবীর আদালতকে বলেন, চীন মোবাইল অপারেটরগুলোর বিশেষ প্যাকেজ বন্ধ করেছে। বাংলাদেশেও সেটি করা যায় কি না সে বিষয়ে আদালতের কাছে জানতে চান তিনি।

এরপর আদালত বিশেষ প্যাকেজ বন্ধের নির্দেশনা দেন।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৬, ২০১৭)