দ্য রিপোর্ট প্রতিবেদক : স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতি, ২০১৭ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতি, ২০১৭ এর খসড়া মন্ত্রিসভায় নিয়ে আসে স্বাস্থ্যসেবা বিভাগ। মন্ত্রিসভা এটির অনুমোদন দেয়। এতে ১৪টি ধারা থাকবে।’

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৬, ২০১৭)