ডিএসইতে সেবা খাতে উত্থান, সিরামিকে পতন
দ্য রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারের (১৬ অক্টোবর) লেনদেনে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে সেবা ও আবাসন খাতের কোম্পানির। আর সবচেয়ে বেশি পতন হয়েছে সিরামিক খাতের শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন সেবা ও আবাসন খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এ খাতের ৪টি কোম্পানির মধ্যে সাইফ পাওয়ারটেকের ১.৩০ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ০.৬০ টাকা, শমরিতা হসপিটালের ০.৪০ টাকা ও ইস্টার্ন হাউজিংয়ের ০.৩০ টাকা দর বেড়েছে।
এদিকে সিরামিক খাতের ৫টি কোম্পানির মধ্যে ৪টি বা ৮০ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। আর ১টি বা ২০ শতাংশের দর অপরবির্তত রয়েছে। এ খাতের মন্নু সিরামিকের ৪ টাকা, স্ট্যান্ডার্ড সিরামিকের ২.৬০ টাকা, আরএকে সিরামিকের ০.২০ টাকা ও শাইনপুকুর সিরামিকের ০.১০ টাকা শেয়ার দর কমেছে। আর ফু-ওয়াং সিরামিকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৬, ২০১৭)