দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলো হচ্ছে- ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ণ লুব্রিকেন্টস ও মেঘনা কনডেন্স মিল্ক।

কোম্পানি তিনটির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি তিনটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বিশ্লেষণে দেখা যায়, গত ২৬ সেপ্টেম্বর থেকে ডাচ-বাংলা ব্যাংকের শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ১৩০ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১৭১ টাকা ২০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

ইস্টার্ন লুব্রিকেন্টেসের শেয়ার দর গত ১১ অক্টোবর থেকে টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ৮৭০ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ এক হাজার ৬ টাকা ৩০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

এছাড়া মেঘনা কনডেন্স মিল্কের শেয়ার দর গত ১ অক্টোবর থেকে একটানা বেড়েছে। আর শেয়ারগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৬, ২০১৭)